বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে প্রথম শ্রেণীর ছাত্রী তামিমাকে ধর্ষণ শেষে হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বেতাগী উপজেলার মোকামিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, শিশু তামিমাকে নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তবে প্রায় এক মাস পার হলেও মূল আসামীদের এখনও গ্রেপ্তার করা হয়নি বলে দাবি বক্তাদের। তারা ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৭দিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন করবে এলাকাবাসী।
প্রসঙ্গত: গত ৭ নভেম্বর সকালে বরগুনার বেতাগী উপজেলার মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী তামিমা আক্তার স্কুলে গিয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী একটি ডোবায় তামিমার বীভৎস মরদেহ পাওয়া যায়।
পরেরদিন ৮ নভেম্বর তামিমার বাবা শহিদুল ইসলাম বাদি হয়ে বেতাগী থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় সাব্বির ও সোহরাব হাওলাদার নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a reply