ধুমপান না করলে কর্মীদের অতিরিক্ত ছয়দিনের ছুটি দেয়ার ঘোষণা দিয়েছে জাপানের একটি সংস্থা।
টোকিওর বিপণন সংস্থা পিয়ালা ইনক সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যশ সিএনবিসি।
খবরে বলা হয়, সংস্থাটির অফিস ২৯ তলায়। ফলে কর্মীদের সিগারেট খেতে হলে বেসমেন্টে যেতে হয়। এতে ১৫ মিনিটের মতো সময় ব্যয় হতো।
এ নিয়ে অধুমপায়ীদের মধ্যে বিরক্তির সৃষ্টি হলে তারা সংস্থার প্রধান নির্বাহীর কাছে অভিযোগ করেন।
পরে সিদ্ধান্ত হয়, যারা ধুমপান করেন না এমন কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেয়া হবে।
সিএনবিসি জানিয়েছে, পিয়ালা ইনকের একজন মুখপাত্র হিরোতাকা মাতসুসিমার জানিয়েছেন, ধুমপান করেন না এমন এক কর্মী অভিযোগ করেন যে, ধুমপান বিরতি বেশ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরে যারা ধুমপায়ী নন এমন মানুষদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত হয়।
সংস্থার প্রধান নির্বাহী তাকাও আসুকা বলেছেন, কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে ইন্সেন্টিভ দেয়ার মাধ্যমে ধুমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে।
Leave a reply