বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার জঘন্য নাটক করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এসময় তিনি সরকারকে নাটক বাদ দিয়ে খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য জামিনে মুক্তির আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণ এই অপরাধের কোন ক্ষমা করবে না বলে জানান তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে। গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে জনগণের সাথে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি। আগামীকাল ঢাকা মহানগরের থানায়-থানায় ও সারাদেশে জেলা পর্যায়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল।
Leave a reply