বিতর্কের মুখে পোস্টার বদলানো হলো বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের

|

আগামীকাল রোববার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের জন্য যে তৈরি করা পোস্টার নিয়ে সামাজিক মাধ্যমে শুরু থেকেই সমালোচনা চলে আসছিল।

বাংলাদেশের সংগীতশিল্পীদের অনেকেও আয়োজকদের এমন আচরণের প্রতিবাদ করেছেন। এর ফলে টনক নড়েছে আয়োজকদের। এরই মধ্যে বদলে গেছে পোস্টার। আজ অনেকেই ফেসবুকে নতুন পোস্টারটি শেয়ার করছেন।

‘গ্র্যান্ড ওপেনিং অ্যান্ড কনসার্ট’ শিরোনামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। গান গাওয়ার জন্য ভারত থেকে আসছেন সনু নিগম ও কৈলাস খের। পোস্টারে তাঁদের ছবি বড় করে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী মমতাজ ও জেমস গান করবেন। পোস্টারে তাঁদের ছবি দেওয়া হয় একেবারেই ছোট করে।

বাংলাদেশের শিল্পীদের ছবি ছোট করে দেওয়ায় সমালোচনা আর প্রতিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে। এর প্রেক্ষিতে নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথমে মমতাজ ও দ্বিতীয় স্থানে জেমসের ছবি রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply