মেক্সিকোতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি: নিহত ৪

|

মেক্সিকোতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলিতে প্রাণ গেছে কমপক্ষে চারজনের। শনিবার মেক্সিকো সিটিতে এ হামলার ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

জানা গেছে, টয়লেটে যাওয়ার কথা বলে প্রেসিডেনসিয়াল প্যালেসের পাশের সড়কে একটি ভবনে প্রবেশ করে হামলাকারী। এসময় দুই নিরাপত্তারক্ষী বাঁধা দিলে পিস্তল বের করে গুলি ছুঁড়তে শুরু করে ওই ব্যক্তি। ঘটনাস্থলেই নিহত হন হামলাকারীসহ তিনজন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। গোলাগুলি হয় যে ভবনটিতে, সেটি হয়ে প্রেসিডেন্টের প্যালেসে আসা যাওয়া করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদকর্মীরা। ঘটনার সময় রাজধানীতে ছিলেন না মেক্সিকান প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply