অভিনেত্রী নওশাবার বিরুদ্ধে দায়ের করা মামলা স্থগিত থাকবে: আপিল বিভাগ

|

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে শিক্ষার্থীদের উসকে দেয়ার মামলা স্থগিতই থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা এই মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ফেসবুক লাইভে গুজব সৃষ্টির অভিযোগে উত্তরা থেকে নওশাবাকে আটক করা হয়। পরদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করে র‍্যাব। এরপর ২১ আগস্ট মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জামিন দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply