ভারতে অপরাধের ঘটনা ক্রমেই বাড়ছে এবং এতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্য তোলপাড় ফেলে দিয়েছে। শনিবার পুনেতে একটি সভায় পৌঁছে মোহন ভাগবত অপরাধের মনোবৃত্তি কমানো নিয়ে একাধিক বক্তব্য রাখেন।
গরু পালন নিয়ে মন্তব্য করতে গিয়ে আরএসএস প্রধান জানিয়েছেন, ‘বিভিন্ন জেল-এ গরু পালন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। যেখানে বন্দিরা কাজও করছে। আর বহু জেলের কর্তৃপক্ষ আমায় বলেছেন, যারা গো-পালন করছে জেলে, তাদের অপরাধী মানসিকতা কেটে গিয়েছে।’
মোহন ভাগবত নিজের দাবি নিয়ে আরও একধাপ এগিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সমিতির প্রধান মোহন ভাগবত বলেন, গো-পাালনের ফলে অপরাধের মানসিকতা যদি কমানোর কথা বিশ্বের চারিদিকে ছড়িয়ে দিতে হয়, তাহলে তার জন্য এটি লিখিতভাবে নথিবদ্ধ রাখতে হবে। সেক্ষেত্রে অপরাধীদের মানসিকতা বিশ্লেষণ করতে হবে। দেখতে হবে যে গো-পালনের পর কী ঘটছে। যে পরিসংখ্যান পাওয়া যাবে, তা নথিবদ্ধ করে রাখতে হবে । তিনি বলেন, ‘আর এই নথিবদ্ধ তথ্য হাজারটি জায়গায় পাঠালে বাস্তব তথ্য সবার জানা হবে।’
তিনি আরও বলেন, এককালে ভারতের চাষিরা কখনওই সার ব্যবহার করতেন না। কারণ সেই সময় ছিল গোবর। আর তা দিয়েই হয়ে যেত উচ্চমানের চাষাবাদ। তবে পরিস্থিতি এখন পাল্টেছে বলে জানান রাষ্ট্রীয় স্বয়ংসেব সমিতির প্রধান।
Leave a reply