রেকর্ডের পর রেকর্ড করা আর সেরাদের ছাড়িয়ে যাওয়াই লিওনেল মেসির স্বভাব।
গত সোমবার রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি অর জেতার পর সিআরসেভেন রোনাল্ডোকে আবারও পেছনে ফেললেন মেসি।
আর সেই পারফরম্যান্সের দরুণ গোল্ডেন বলের পর ম্যাচ বলও নিয়ে গেলেন মেসি।
অবশ্যই ফুটবলের রীতি অনুযায়ী বলটি নিয়েছেন মেসি। শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচে নামলেন গোল্ডেন বল হাতে আর ফিরলেন ম্যাচ বল নিয়ে।
এদিন মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যাচ বলটি নিজের করে নিয়েছেন ৬ বারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার।
তবে বলের দিকে নয়; মেসি সমর্থকরা ডুবেছেন তার হ্যাটট্রিকের রেকর্ডে। শনিবার রাতের হ্যাট্রিকটিসহ লা লিগায় ৩৫টি হ্যাট্রিক করেছেন মেসি।
এ রেকর্ডের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি। লা লিগায় রোনাল্ডোর মোট হ্যাট্রিট সংখ্যা ৩৪টি। সে হিসাবে বর্তমানে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক এখন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিক
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) – ৩৫টি
২. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – ৩৪টি
৩. তেলমো জারা (স্পেন) – ২৩টি
৪. আলফ্রেড ডি স্টেফানো (আর্জেন্টিনা) – ২২টি
৫. মুনডো (স্পেন) – ১৯টি
Leave a reply