সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চিলাউরা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে সারজান (২২) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে বাহরাইন প্রবাসী মোর্শেদ মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটর সাইকেলযোগে সারজান ও মোর্শেদ রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদর থেকে থেকে রাণীগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হন। পরে রাণীগঞ্জের গন্ধবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সড়কের পার্শবর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীরা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a reply