অটোরিকশার ধাক্কায় দুই বছরের শিশু নিহত

|

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মিনহাজ আহমেদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার শাহীন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে শহরতলীর কালিঘাট সড়ক থেকে মুসলিমবাগ যাওয়ার সময় রাস্তায় মিনহাজকে ধাক্কা দেয় টমটম। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিনহাজকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এদিকে শিশু মিনহাজের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা কালিঘাট সড়ক-গাঙ্গপাড় সড়ক ঘণ্টাখানেক অবরোধ করে রাখে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টমটমের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এই বিষয়ে এখনো কোন মামলা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply