টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রান সংগ্রহের দিক থেকে বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রান করেই রোহিত শর্মাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েন।
এর আগে ২ হাজার ৫৪৭ রান সংগ্রহ করে শীর্ষে ছিলেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। রোববার ভারতের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে ১৫ রান করেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০৩ ম্যাচ খেলে চার সেঞ্চুরি আর ১৮টি ফিফটির সাহায্যে ২ হাজার ৫৬২ রান সংগ্রহ করেছেন রোহিত।
এ দিন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। এ দিন তিনি আর মাত্র ১৯ রান করেই রোহিত শর্মাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েন।
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৪তম ম্যাচে ২ হাজার ৫৬৩ রান নিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে বিরাট ২৩৯ ম্যাচ খেলে ৪৩টি সেঞ্চুরির সাহায্যে ইতিমধ্যে ১১ হাজার ৫২০ রান সংগ্রহ করেছেন তিনি। আর ৮৪ টেস্টে ভারতীয় এ অধিনায়ক ইতিমধ্যে ২৭টি সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন ৭ হাজার ২০২ রান।
Leave a reply