Site icon Jamuna Television

একাকিত্ব দূর করছে ‘ভার্চুয়াল বয়ফ্রেন্ড’

ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট ও তাওবাওয়ের মতো ই-কমার্স সাইটে চীনের নারীরা খুঁজে নিচ্ছেন ভার্চুয়াল বয়ফ্রেন্ড। যারা গভীরভাবে কারো সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী নন, তাদের একাকিত্ব দূর করছেন ভার্চুয়াল বয়ফ্রেন্ডরা। নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ বছর বয়সী এক প্রি-মেডিকেল শিক্ষার্থী এখন পর্যন্ত ভার্চুয়াল বয়ফ্রেন্ডের পেছনে ১৫০ ডলার খরচ করেছেন। অবসর সময়ে তিনি ভার্চুয়াল বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটান। সকালে তিনি ওঠেন ভার্চুয়াল বয়ফ্রেন্ডের কল পেয়ে। তাদের প্রেমালাপে সেক্সচ্যাটের অস্তিত্ব খুব একটা থাকে না। এর বদলে থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

চীনের অনেক তরুণী এখন বিয়ে করে পরিবার গঠন করতে চান না। ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতে চান বলেই তারা এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন। ভার্চুয়াল বয়ফ্রেন্ড হিসেবে কাজ করা অনেক তরুণের মতে, তাদের ফোন করা অধিকাংশ মেয়ের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে।

বেইজিংয়ের ২২ বছর বয়সী ব্যবসায়ী ঝুয়ানসুন জু রাতের বেলা অবসর সময়ে তার নারী ক্লায়েন্টদের সঙ্গে চ্যাট করেন। চ্যাট করার সময় তিনি তাদের নিজের প্রেমিকা হিসেবেই দেখেন। চ্যাট শেষে তিনি তার প্রেমিকের সত্তা থেকে বেরিয়ে আসেন।

Exit mobile version