অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপেও আসছে কল ওয়েটিংয়ের মতো ফিচার। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় অন্য কোনো কল এলে নোটিফিকেশনের মাধ্যমে তা ব্যবহারকারীকে জানান হবে। চাইলে ব্যবহারকারী কলটি রিসিভ বা রিজেক্ট করতে পারবেন। যদি কলটি রিসিভ করা হয় তবে আগের কলটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে। ফলে কল হোল্ডে রেখে কোনো পক্ষকে অপেক্ষায় রাখা যাবে না। হোয়াটসঅ্যাপে এখন কারো কল ওয়েটিংয়ে থাকলেও তা বোঝার উপায় নেই। কারণ ওয়েটিংয়ে থাকার কোনো নোটিফিকেশন ফোনদাতাকে দেখান হয় না। হোয়াটসঅ্যাপ ভি২.১৯.৩৫২ ও হোয়াটসঅ্যাপ ফর বিজনেস ভি২.১৯.১২৮ সংস্করণের অ্যাপে ওয়েটিং ফিচারটি যুক্ত করা হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে।
Leave a reply