নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তর কোরিয়াকে যুদ্ধের জন্য উস্কে দিচ্ছে জাতিসংঘ। পেট্রোলিয়াম সরবরাহ ৯০ শতাংশ কমানোর পক্ষে প্রস্তাব পাসে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এমন পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে। এতে কোরীয় উপদ্বীপ ও অন্যান্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংসের মুখে পড়বে বলেও সতর্ক করা হয়। যুক্তরাষ্ট্রের সাথে শক্তির ভারসাম্য বজায় রাখতে নিজেদের প্রতিরক্ষামূলক পরমাণু কর্মসূচি সামনের দিনগুলোতে আরও জোরদার করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রশাসনের পরমাণু অস্ত্রের হুমকি, ব্ল্যাকমেইলের চেষ্টা ও অন্যান্য শত্রুতাপূর্ণ আচরণ মোকাবেলায় সবসময় সচেষ্ট থাকবে উত্তর কোরিয়া। শুক্রবার দশম বারের মতো উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
Leave a reply