স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে স্কুলটির প্রধান শিক্ষক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম জানান, গত রবিবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেনজীর আহম্মেদ তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলের গণিত পরীক্ষা খারাপ হওয়ায় তিন শিক্ষককে গালাগালসহ মারমুখি আচরণ করেন। একসময় টেবিলে থাকা চাকু হাতে নিয়ে প্রধান শিক্ষককে ভয় দেখান বলে অভিযোগ করেন শিক্ষকরা।
স্কুলের বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটান সভাপতি। তাতে শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করে প্রভাবশালীরা। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে সোমবার রাতে প্রধান শিক্ষক নাজমা খাতুন বাদি হয়ে সরকারি কাজে বাধা প্রদান, হুমকি ও বলপ্রয়োগের অভিযোগ এনে সভাপতি বেনজীর আহম্মেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পালাতক রয়েছে স্কুল কমিটির সভাপতি। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply