রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি বাস সার্ভিস চালুর প্রতিবাদে ময়মনসিংহ থেকে সব রুটের বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা।
সকালে আশপাশের জেলা থেকে কিছু বাস এলেও তা ময়মনসিংহ অতিক্রম করতে পারেনি। একটি বিআরটিসি বাস ছাড়ার সাথে সাথে আন্দোলনরত শ্রমিকরা পথ আটকায়। চালককে টেনে-হিঁচড়ে রাস্তায় নামিয়ে মারধরও করে।
দূরপাল্লার দু-একটি বাস ছাড়লেও আটটার পর থেকে তাও বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকেই বাস চলবে ভেবে ময়মনসিংহের প্রধান টার্মিনাল মাশকান্দায় অপেক্ষা করেন দীর্ঘসময়। যান চলাচল না করায় ফিরে যেতে হয় তাদের। বিআরটিসি সেবা বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকরা বাস বন্ধ রেখেছে নেত্রকোণা আর শেরপুরেও। সম্প্রতি চালু হওয়া আন্তঃজেলা বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক সমিতি ও শ্রমিকরা এ সিদ্ধান্ত নিয়েছে।
Leave a reply