মাগুরা প্রতিনিধিঃ
মাগুরায় যশোর সড়কের কাটাখালী আখ সেন্টার এলাকায় গরুবাহী স্যালো ইঞ্জিন চালিত মিনি ট্রাক উল্টে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ট্রাক চালক শ্রীপুরের গোয়ালপাড়া গ্রামের অমল অধিকারীর পুত্র অঞ্জন অধিকারী (২৫) ও সদরের বরুনাতৈল গ্রামের হাকিম বিশ্বাসের পুত্র মোতাহার হোসেন (৫০)। আহত তিন জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক ছাড়া হতাহত সকলেই গরু ব্যবসায়ী।
মাগুরা সদর থানার এস আই হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে সাত টার দিকে হতাহতরা মাগুরা সদরের কাটাখালী হাট থেকে গরু নিয়ে স্যালো ইঞ্জিন চালিত মিনি পিকআপে করে মাগুরার দিকে আসছিলেন। এ সময় সংযোগ সড়ক থেকে আসা একটি বালিবাহী ট্রাক ও বিপরীতমুখী অপর একটি ট্রাকের সাথে সংর্ঘষ হলে গরুবাহী মিনি পিকাপটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় গরুবাহী ট্রাকে থাকা পাঁচ গরু ব্যবসায়ী গুরতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের চালক অঞ্জন অধিকারি ও গরু ব্যবসায়ী মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন।
Leave a reply