ঢাকার কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ আরও আটজনের মৃত্যু হয়েছে রাতে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়ে। চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেলে এখন ২৩ জন চিকিৎসাধীন আছেন। সকালে বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, আহতদের কেউই শঙ্কামুক্ত নন। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিদর্শনে আহতদের দেখতে গিয়ে জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা চলছে। সবার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে।
গতকাল চুনকুটিয়ার হিজলতলা এলাকায় প্রাইম পেট এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আগুন লাগে। সেসময় ভেতরে ৫০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় কম বেশি সবাই দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণের পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শরীর পুড়ে কয়লা হয়ে যাওয়ায় তার পরিচায় মেলেনি।
Leave a reply