খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি চলছে

|

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগে চলছে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি। এসময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের পুরনো মেডিকেল রিপোর্টই উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

পরে খালেদা জিয়ার আইনজীবীরা নুতন রিপোর্ট আদালতে উপস্থান করেন। প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে তারা জানান, খালেদা জিয়ার স্বজনদের কাছ থেকে রিপোর্টটি সংগ্রহ করেছেন তারা। এখন সেই নতুন রিপোর্টের ওপরই চলছে শুনানি।

এর আগে, আদালতে ঢোকা নিয়ে আপিল বিভাগের গেটে হট্টগোল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। দাবি করেন, ঢুকতে দেয়া হচ্ছে না সবাইকে। পরে প্রধান বিচারপতি, আদালতে উভয়পক্ষের ৩০ জন করে আইনজীবী এজলাসে উপস্থিত থাকতে পারবেন বলে সিদ্ধান্ত দেন। পরে শুনানি শুরুর পর ৬০ জনেরও বেশি আইনজীবী আদালতে উপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply