Site icon Jamuna Television

লন্ডনে প্রধানমন্ত্রী বরিস জনসন বিরোধী ব্যাপক বিক্ষোভ

যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী বরিস জনসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে লন্ডনে। বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের।

সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির নিরঙ্কুশ বিজয় নিশ্চিতের খবরে শুক্রবার পথে নামে ব্রেক্সিট বিরোধীরা। প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে শ্লোগান দেন তারা। পার্লামেন্ট ঘেরাওয়ের উদ্দেশ্যে এগুতে চাইলে বাঁধা দেয় পুলিশ। এসময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সহিংসতায় জড়ায় আন্দোলনকারীরা।

শুক্রবার প্রকাশিত হয় যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

Exit mobile version