Site icon Jamuna Television

৩ দিনের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে ৩ দিনের জন্য আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

দাবি পূরণে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের আশ্বাসের পর রাতে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন শ্রমিকরা। সকালে নির্ধারিত সময় কাজে যোগ দেন তারা। এতে চার দিনপর কর্মচাঞ্চল্য হয়ে ওঠে মিলগুলো।

শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা পূরণে কাল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে।

এদিন বিজেএমসিতে পাট সচিবের সাথেও তাদের সভা হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি পূরণের সিদ্ধান্ত না আসলেও আবারও কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।

Exit mobile version