Site icon Jamuna Television

ডিজিটাল নিরাপত্তা আইনে ‘সংগ্রাম’ সম্পাদকের বিরুদ্ধে মামলা, কোর্টে চালান

ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে আসামি করে কোর্টে চালান দেয়া হয়েছে।

আজ শনিবার পুলিশি হেফাজত থেকে তাকে কোর্টে চালান দেয়া হয়।

এরআগে গতকাল শুক্রবার মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করায় রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম কার্যালয় ঘেরাও ও ভাংচুর করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ক্ষুব্ধ কর্মীরা।

ঘটনার পরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

Exit mobile version