Site icon Jamuna Television

কাশ্মিরের পর এবার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আসাম-মেঘালয়

সদ্য পাস হওয়া নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের মুখে আসাম ও মেঘালয় অঙ্গরাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ওই দুই অঙ্গরাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

“ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোর সাহায্যে গুজব এবং আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন তথ্য, ছবি ও ভিডিও ছড়ানো হতে পারে” এমন আশঙ্কার কথা উল্লেখ করেছে আসামের কর্মকর্তারা।

তবে ওই দুই অঙ্গরাজ্যের মানুষ আবার কবে নাগাদ ইন্টারনেট সংযোগ ফিরবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা।

টেকক্রাঞ্চ এর খবরে বলা হয়েছে, “পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকতে, খবর ও তথ্য পেতে সহযোগিতা করে এমন একটি মাধ্যম বন্ধ করে দেওয়ার নজির অনেক দেশেই দেখা গেছে, তবে ভারত এক্ষত্রে সবার চেয়ে এগিয়ে।”

এর আগে ভারত শাসিত কাশ্মিরে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল দেশটি। চার মাস পর এখনও ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছেন দেশটির ওই অঞ্চলের অধিবাসীরা। ভারতে বর্তমানে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৫ কোটির বেশি।

Exit mobile version