Site icon Jamuna Television

ভারতে যে আইন পাশ হয়েছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়: কাদের

ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে এসেছে আওয়ামী লীগ। ভিশন বাস্তবায়ন করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে ব্রিফংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের কাউন্সিল হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। এবারের সম্মেলনে বিএনপি, ঐক্যফ্রন্ট ও বাম সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, এনআরসি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। যে আইন পাশ হলো তা অভ্যন্তরীণ বিষয়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক। সে সম্পর্কে টানাপোড়েন হোক তা সরকার চায় না। কোন সমস্যা সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version