Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের দ্বীপে অগ্ন্যুৎপাতে নিহত বেড়ে ১৬

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এদের মধ্যে একজন অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন।

এখনও ২০ জন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। দুই জনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। খবর সিএনএন ও বিবিসি।

৯ ডিসেম্বর দুপুরে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠে। এ সময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।

অগ্নোৎপাৎ শুরুর একদিন পরও হোয়াইট আইল্যান্ডের ওই অগ্নিগিরি থেকে সাদা ধুঁয়া বেরোতে দেখা যায়।

দেশটির মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে দ্বীপটির অবস্থান। হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিটি হোয়াকারি নামেও পরিচিত।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনও জানান, অগ্ন্যুৎপাতের পর দ্বীপটিতে প্রাণের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এখন তাদের মনোযোগ ক্ষতি মোকাবিলার দিকে।

Exit mobile version