Site icon Jamuna Television

৩০ লাখ প্লাস্টিক বোতল দিয়ে সাজানো এক ব্যতিক্রমী প্রদর্শনী

৩০ লাখ প্লাস্টিক বোতল দিয়ে সাজানো এক ব্যতিক্রমী প্রদর্শনীর উদ্বোধন করলেন ঢাকা উত্তর সিটির মেয়র।

আজ রোববার সকালে মহাখালীর টিএন্ডটি মাঠে ছয় দিনব্যাপী প্লাস্টিক বোতল প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশের জন্য মারাত্মক দূষণকারী প্লাস্টিক সম্পর্কে সচেতন করতে এই আয়োজন বলে জানান আয়োজকরা।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ভোক্তারা যাতে প্লাস্টিকের বোতল ফেরত দিয়ে সেটি রিসাইকেল করে আবার ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করতে হবে ব্যবসায়ীদের।

Exit mobile version