সরকার বিরোধী আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছে লেবানন। রাজধানী বৈরুতে রোববার আবারও আন্দোলনকারীদের সাথে বড় ধরণের সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর।
টানা দু’মাসের বিক্ষোভের অন্যতম সহিংসতম দিন ছিল গতকাল। সকাল থেকেই রাজপথে জড়ো হতে থাকে হাজারো বিক্ষোভকারী। আন্দোলন ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা। সহিংসতায় আহত হয় অর্ধ-শতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে গত দু’মাস ধরেই উত্তপ্ত দেশটি।
তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সাদ আল হারিরির পদত্যাগের পর অচলাবস্থা চলছে নতুন সরকার গঠন নিয়ে। এমনকি আবারও হারিরিকে ক্ষমতায় বসানোর কথা শোনা যাচ্ছে।
Leave a reply