ডেসটিনির চেয়ারম্যান ও এমডি’র জামিন আবেদন খারিজ

|

৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮শ কোটি টাকা পরিশোধের শর্ত না মানায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন আবেদন আবারও খারিজ করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নের্তৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আবেদন নাকচ করেন।

এর আগে ২০১৬ সালের ২০ জুলাই শর্তসাপেক্ষে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে জামিন দেন হাইকোর্ট। পরে দুদকের আবেদনে তা স্থগিত করে দেন আপিল বিভাগ। এ আবেদনের শুনানির এক পর্যায়ে আত্মসাৎ করা টাকা জমা দেওয়ার কথা বলেন সর্বোচ্চ আদালত। সে অনুসারে ওই বছরের ১৩ নভেম্বর ডেসনিটির পক্ষ থেকে গাছ বিক্রি করে টাকা দেওয়ার কথা বলা হয়। ওইদিন হলফনামা দিয়ে আদালতকে জানানো হয় যে, তাদের কাছে ৩৫ লাখ গাছ আছে। প্রতিটি গাছ আট হাজার টাকায় বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা দিতে পারবেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply