ইউরোপীয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে ভারতপন্থি ভুয়া নেটওয়ার্ক!

|

ইউরোপীয় সিদ্ধান্তকে প্রভাবিত করার লক্ষ্যে কাজ করছে ভারতপন্থি একটি ভুয়া নেটওয়ার্ক। বেলজিয়াম ভিত্তিক এনজিও ইইউ ডিস-ইনফো ল্যাবের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর বিবিসি ওয়ার্ল্ডের।

যাতে বলা হয়, ২৬৫টি ওয়েবসাইট নিয়ে পরিচালিত হচ্ছে এ নেটওয়ার্ক। কাজ করছে ৬৫টি দেশে। ওয়েবসাইটগুলো শ্রীবাস্তব গ্রুপের সার্ভার থেকে পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত হয়েছেন সংস্থাটির গবেষকরা। বিশ্বাসযোগ্যতার জন্য বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন জনপ্রিয় পত্রিকার নামে চলে এগুলো।

গবেষকরা মনে করছেন, ইউরোপে পাকিস্তান বিরোধী লবিংয়ের উদ্দেশ্যেই ব্যবহৃত হত এ নেটওয়ার্ক। কারণ পাকবিরোধী সংবাদে ভরপুর ওয়েবসাইটগুলোর কনটেন্ট। তবে ভারতীয় সরকারের সাথে এর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply