বিক্ষোভ-সহিংসতার কারণে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা পিছিয়ে দিলো লেবানন

|

বিক্ষোভ-সহিংসতা আর রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা পিছিয়ে দিলো লেবানন। বৃহস্পতিবার, সবপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

সোমবার, পূর্ব-নির্ধারিত বৈঠক থাকলেও খ্রিস্টান রাজনৈতিক দলগুলো জানিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে সাদ আল হারিরির প্রার্থিতা মানে না তারা। সুন্নি এই রাজনীতিক সবদলের কাছে সমান জনপ্রিয় হলেও, জনরোষের মুখে গেলো ২৯ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

লেবাননের জটিল রাজনৈতিক প্রক্রিয়া অনুসারে, ধর্মের ভিত্তিতে হয় ক্ষমতা বন্টন। বরাবর সুন্নি বক্ল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবেন খ্রিস্টান এবং পার্লামেন্ট স্পিকার হবে শিয়া সম্প্রদায়ের।

এলিট রাজনৈতিক গোষ্ঠী দেশের সম্পদ লুটপাট করছে, জড়াচ্ছে দুর্নীতিতে- এই অভিযোগে দু’মাস ধরে চলছে লেবাননে বিক্ষোভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply