অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে প্রস্তাব পাস হলো মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। এর ফলে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প।

২২৯-১৯৫ ভোটে পাস হয় প্রস্তাবটি। তবে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণে সিনেটে অভিশংসন প্রস্তাব পাস হতে হবে। সেই ভোটাভুটি হবে জানুয়ারি মাসে। নিম্নকক্ষে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আনা হয়। যার মধ্যে রয়েছে কংগ্রেসের কাজে বাধা দেয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করা। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন ইস্যুতে বিতর্ক হয় প্রতিনিধি পরিষদে। তবে নিম্নকক্ষে অভিশংসিত হলেও ধারণা করা হচ্ছে, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে উতরে যাবেন ট্রাম্প।

এদিকে, অভিশংসনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ উত্থাপন এবং অভিশংসন প্রক্রিয়া, ডেমোক্রেট শিবিরের জন্যই আত্মঘাতী হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply