কেউ জেতেনি বছরের শেষ এল ক্লাসিকো লড়াইয়ে

|

কেউ জেতেনি মৌসুমের প্রথম ও বছরের শেষ এল ক্লাসিকো লড়াইয়ে। গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথ। ২০০২ সালের পর এই প্রথম গোলশূন্য ড্র দেখলো এল ক্লাসিকো।

অথচ গোল করার বেশ ভালো সুযোগ পেয়েছে দু’দলই। ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণে বার্সা শিবিরকে ব্যস্ত রাখে রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটে বেনজেমা ও ক্যাসেমিরোর দু’টি আক্রমণ প্রতিহত করেন টের স্টেগেন। পাল্টা আক্রমণে মেসির নেয়া বুলেট গতির শট প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। প্রথমার্ধের শেষ দিকে মেসি-আলবা রসায়নে আবারও এগিয়ে যাওয়ার পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ৭২ মিনিটে গ্যারেথ বেলের করা গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় দু’দলের লড়াই। ১৭ ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট সমান ৩৬। তবে গোল ব্যবধানে লা লিগার শীর্ষে বার্সেলোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply