আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তান

|

আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতা কাঁপিয়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন শহরকেও।

শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩। খবর ইকোনোমিক টাইমস ও খালিজ টাইমসের।

তবে পাকিস্তানের আবহাওয়া দফতরের মতে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। আর ভারতের আবহাওয়া দফতর ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে।

ভূমিকম্পটির উৎস ছিল আফগানিস্তানের উত্তর সীমান্তে তাজিকিস্তানের কাছে ভূপৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৯ মিনিটে কেঁপে উঠে নয়া দিল্লি।

পাকিস্তানের উত্তরাঞ্চলও এই ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছে দ্য ডন। এছাড়া লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, মুররেসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply