৩১ জানুয়ারির মধ্যে কার্যকর হচ্ছে ব্রেক্সিট, এমপিদের সমর্থন

|

৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট কার্যকরে প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনায় সমর্থন দিলেন ব্রিটিশ এমপিরা। শুক্রবার পার্লামেন্টে ৩৫৮-২৩৪ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় প্রধানমন্ত্রী জনসনের ব্রেক্সিট বিল।

এর ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের সময়সীমা বৃদ্ধির আর কোনো সম্ভাবনা রইলো না। এমপিদের সমর্থনে সন্তোষ প্রকাশ করেছেন বরিস জনসন। ব

তিনি বলেন, ব্রেক্সিট কার্যকরে আরও একধাপ এগিয়ে গেল ব্রিটেন। লেবার পার্টির ৬ এমপিও সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিলে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি আবারও বিতর্ক হবে বিলটির ওপর। ৩১ জানুয়ারির আগেই আইনে পরিণত হবে বিল। ইইউর সাথে ২০২০ সালের একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ জানিয়েছেন বরিস জনসন। তবে এত কম সময়ে চুক্তির ধারণাকে অবাস্তব বলে মনে করছেন বিশ্লেষকরা। বিরোধী লেবার পার্টি প্রধান জেরেমি করবিনের দাবি, বিচ্ছেদের জন্য আরও ভালো উপায় বেছে নেয়ার সুযোগ ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply