Site icon Jamuna Television

ধর্ম দেখে কাজ করি না, মুসলিমরা নিশ্চিন্ত থাকুন: মোদি

এনআরসি ও ক্যাব নিয়ে বিরোধীরা মানুষকে বোকা বানাচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসাথে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও তৈরি করে অশান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ রোববার রামলীলা ময়দানে এক জনসভায় এসব কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘আমি গরিবের জন্য কাজ করা মানুষ, যা করেছি সেখানে কোনও বৈষম্য দেখিনি। কার কী ধর্ম, কী জাত, কবে কোথা থেকে এসেছেন এসব কিছুই জানতে চাইনি।’

বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা মোদিকে গালি দিন। মোদিকে ঘৃণা করুন। যত খুশি জুতো মারুন। কিন্তু দেশের সম্পত্তি, গরিবের অটো, দুস্থর ঘর জ্বালাবেন না।’

তবে সভায় নাগরিকত্ব সংশোধনী বিল বা এনআরসি নিয়ে কোনও বিশ্লেষণ দেননি মোদি। সম্প্রতি এনআরসি ও ক্যাব নিয়ে ভারতের বিভিন্ন স্থানে চলমান প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার নিন্দাও করেন তিনি। তবে পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু ও দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের বেধড়ক হামলা নিয়ে কিছু বলেননি তিনি।

Exit mobile version