ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে রেজাবুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে।
রোববার ভোরে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাবুল ইসলাম হরিপুর উপজেলার দক্ষিণ আমগাঁও গ্রামের বদিরুল ইসলামের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সূত্রের বরাত দিয়ে তিনি জানান, রোববার ভোরে রেজাবুল ইসলাম সহ আরও কয়েকজন গরু চোরাকারবারি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে সীমান্তের ৩৬৭নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে সীমান্তের কাঁটাতার অতিক্রম করে। এসময় ভারতীয় বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রেজাবুল গুলিবিদ্ধ হয়। দু
পুরে ঘটনাস্থল কাঁটাতারের পাশে স্থানীয় গ্রামবাসী তাকে পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিকালে ময়নাতদন্ত শেষে রেজাবুলের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে পত্র দেয়া হয়েছে।
Leave a reply