সুন্দরবনে মাছ ধরতে যেয়ে ভাগ্য খুললো মঞ্জুর

|

সুন্দরবনে মাছ শিকারে যাওয়া এক জেলের জালে আটকা পড়লো ১২১টি মূল্যবান মেইদ মাছ। স্থানীয় জেলেরা জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের জেলে মঞ্জু গাজী কয়েকদিন আগে, বনবিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মালঞ্চ নদীতে সাদা মাছ ধরতে যায়।

গতকাল নদীতে জোয়ারের শেষে ভাটার সময় হঠাৎ করে তার জালে ১২১টি মূল্যবান মেইদ মাছ ধরা পড়ে। আজ ২২ ডিসেম্বর সন্ধ্যায় সেই মাছ স্থানীয় হরিনগর বাজারে এসে পাইকারী বিক্রেতার নিকট ৫ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। উৎসুক জনতা বাজারে এই মাছ দেখতে আসেন।

মেইদ মাছ সুন্দরবনের সবচেয়ে মূল্যবান মাছের মধ্যে একটি প্রজাতি। সাধারণত জালে এই মাছ ধরা পড়ে না। স্থানীয় জেলেরা বড়শির মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় মেইদ মাছ শিকার করে। তবে একসাথে এতগুলো মেইদ মাছ জালে ধরা পড়াকে বিস্ময়কর বলছেন স্থানীয় জেলেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply