ইরাকে পুনঃসংগঠিত হচ্ছে আইএস। অতীতের তুলনায় জঙ্গিরা অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী- কুর্দি ও পশ্চিমা গোয়েন্দা বাহিনীর নতুন তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে এ তথ্য।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে কুর্দি সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তা লাহুর তালাবানি জানান, আল-কায়েদার চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে আইএস। প্রযুক্তি ও কৌশলগতভাবে তারা অনেক সমৃদ্ধ, জঙ্গিদের হাতে রয়েছে প্রচুর অর্থও। এরমাধ্যমে, অস্ত্র-গোলাবারুদ, যুদ্ধযান ও খাবার মজুদের সামর্থ্য রাখে সংগঠনটি। যার কারণে, সহসা আইএসকে নিশ্চিহ্ন করা অসম্ভব।
তার দাবি- কোন অঞ্চল দখলের পরিবর্তে আল-কায়েদার মতোই জঙ্গি সংগঠনটি টিকে থাকার ওপর গুরুত্বারোপ করছে।
তালাবানি জানান, গোপন তথ্যমতে- ইরাকের হামরিন পার্বত্য এলাকায় বিশাল ঘাঁটি গেড়েছে আইএস। রয়েছে ১০ হাজারের বেশি সদস্যের বহর; যারমধ্যে ৪-৫ হাজারই যোদ্ধা ও স্লিপারসেলের সাথে জড়িত। সেখানে, নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কষ্টকর।
Leave a reply