চারদিন পর রাজধানীতেও কিছুটা কমেছে শীতের তীব্রতা।
সারাদেশের মত ঢাকাতেও বেড়েছে তাপমাত্রা। ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রয়েছে সারাদেশে-ই বৃষ্টিপাতের আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর কাউসার পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষ করে, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে জানুয়ারিতে আরেকটি শৈত্য প্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও দেশজুড়ে এখনো হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত জনজীবন। তীব্র ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই যেতে হচ্ছে কাজে। ফসলের ক্ষতি নিয়েও আছে দুশ্চিন্তা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।
Leave a reply