খালেদা জিয়ার ন্যায্য জামিনে বাধা দেয়া হচ্ছে: রিজভী

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ন্যায্য জামিনে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ মঙ্গলবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, খালেদা জিয়ার ওপর চিকিৎসা সন্ত্রাস চলছে। তিনি কেমন আছেন, তাকে নিয়ে কি করা হচ্ছে, কিছুই জানতে দেয়া হচ্ছে না। তার স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত ওষুধ সেবনে কোন কারসাজি করা হচ্ছে কিনা সেবিষয়েও কিছু জানা যাচ্ছে না। এ অবস্থায় খালেদা জিয়ার প্রাণ নাশের নীল নকশা করা হচ্ছে কিনা সেই শঙ্কায় আছে সবাই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply