ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে: জি এম কাদের

|

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা করে জাতীয় পার্টি। নেতা কর্মীদের নির্বাচনমুখী হওয়ার আহবান জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

আজ মঙ্গলবার দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠনে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি এখন আর ক্ষয়িষ্ণু দল নয় বর্ধিষ্ণু দল। প্রতিদিনই পার্টিতে কেউ না কেউ যোগ দিচ্ছে। দলে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলতে কর্মীদের আহবান জানান জিএম কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply