Site icon Jamuna Television

গভীর রাতে এটিএম বুথের টাকা লুট

গভীর রাতে এটিএম বুথ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে লুটেরার দল। তার আগে সিসি ক্যামেরায় কালো তরল স্প্রে করে সেটি অকেজো করে দেয় ধুরন্দর এই ডাকাত দল। ফলে, ঘটনাটি একদিন পর টের পেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ঘটনা ভারতের রাজস্থানের ধৌলপুরের অন্তর্গত নিহালগঞ্জ থানা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে সেখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথ লুট করে আট লক্ষ টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতিকারীরা।
বুধবার সকালে এই ঘটনা সম্পর্কে জানতে পারে ব্যাংক কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, শহরের আরএসি লাইন এলাকায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মূল শাখার বাইরে অবস্থিত এটিএম কেটে ৮ লক্ষ ৩৪ হাজার টাকা লুট করে পালায় দুষ্কৃতিকারীরা।

রাজস্থানের অতিরিক্ত পুলিশ সুপার রাজেন্দ্র ভার্মা জানিয়েছেন, আশেপাশের সিসিটিভিতে ধরা পড়া দুষ্কৃতিকারীদের চেহারার ভিত্তিতে ধৌলপুর ও আশপাশের এলাকায় তল্লাশি করা হচ্ছে।

সিসিটিভি দেখে জানা যায়, রাত ২.৫২ মিনিটে এটিএমে হাজির হয়ে কাজ সারে দুষ্কৃতিকারীরা। তারা এটিএম কাউন্টারে ঢুকে পড়ে সিসিটিভি ক্যামেরায় এক ধরনের কালো তরল স্প্রে করে দেয়। ওই তরলের প্রভাবে সিসিটিভি অকেজো হয়ে পড়ে।

Exit mobile version