চলতি বছর সংস্কৃতি অঙ্গন হারিয়েছে অবদান রাখা বেশ ক’জন কৃতী ব্যক্তিত্বকে। এক সময় যারা তাদের প্রতিভার আলোয় আলোকিত করেছে শিল্পাঙ্গন। তারা আজ চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
* বছরের শুরুতেই ৫ জানুয়ারি পরলোক গমন করেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক, বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখারুল আলম।
* ২২ জানুয়ারি পৃথিবী ত্যাগ করেন মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।
* ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক-প্রযোজক আওলাদ হোসেন চাকলাদার।
* ১৫ ফেব্রুয়ারি মারা যান বাংলার আধুনিক কবি আল মাহমুদ।
* ১৬ ফেব্রুয়ারি মারা যান চলচ্চিত্র অভিনেত্রী কনিকা মজুমদার।
* বাংলাদেশের সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মহম্মদ খসরু পরপারে চলে যান ১৯ ফেব্রুয়ারি।
* ১১ মার্চ না ফেরার দেশে চলে যান চলচ্চিত্র নির্মাতা সাইফুল আজম কাশেম।
* ১৭ মার্চ চিত্রপরিচালক শাহেদ চৌধুরী পরলোক গমন করেন।
* ২৪ মার্চ দেশবরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ মারা যান।
* ৬ এপ্রিল চলে যান চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ।
* ১৯ এপ্রিল মারা যান চিত্রপরিচালক হাসিবুল ইসলাম মিজান।
* ২৪ এপ্রিল পরলোক গমন করেন নাটকের জনপ্রিয় মুখ সালেহ আহমেদ।
* ২০ এপ্রিল মারা যান লোকগানের প্রবাদপ্রতিম শিল্পী অমর পাল।
* ২৯ এপ্রিল মারা যান প্রখ্যাত কৌতুকাভিনেতা আনিসুর রহমান আনিস।
* ৭ মে মারা যান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী।
* ৮ মে মারা যান অভিনেত্রী তমা খান।
* ১৯ মে মারা যান চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ।
* নজরুলসঙ্গীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতগুরু খালিদ হোসেন ২২ মে মারা যান।
* ২ জুন মারা যান প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজউদদীন আহমদ।
* ২ জুন চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু মারা যান।
* চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর মারা যান ২৬ আগস্ট।
* ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় সুরকার ও সঙ্গীত পরিচালক পারভেজ রব নিহত হন।
* ১৯ অক্টোবর চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ জাকির খান মারা যান।
* ২৫ অক্টোবর, অভিনেতা, নাট্য পরিচালক হুমায়ুন সাধু মারা যান।
* ২৩ নভেম্বর মারা যান অভিনেতা কালা আজিজ।
* ৫ ডিসেম্বর মারা যান অভিনেত্রী সূচনা ডলি।
* ৬ ডিসেম্বর দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান পরলোক গমন করেন।
* ১৫ ডিসেম্বর মারা যান গায়ক ও সঙ্গীতপরিচালক পৃথ্বিরাজ।
Leave a reply