ভারতে পর্যটকদের জন্য চালু হলো বিশেষ ট্রেন

|

ভারতে পর্যটকদের জন্য চালু হলো নতুন ট্রেন। ইস্পাতের পরিবর্তে এর ছাদে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ প্লাস্টিক।

যাতে পর্যটকরা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন বাইরের নয়ানাভিরাম দৃশ্য। ২৫ ডিসেম্বর থেকে হিমাচল প্রদেশে শুরু হয়েছে এই বিশেষ ট্রেন। ট্রেনটিতে সংযুক্ত রয়েছে ৭টি কোচ। উত্তল কালকা থেকে শিমলা স্টেশন পর্যন্ত র‍ুট ঠিক করা হয়েছে এই ট্রেনের। পথে পড়বে প্রায় ৪ হাজার ফিট উচ্চতার টানেল। কালকা-শিমলা র‍ুটকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে ইউনেস্কো। ১২০ বছর আগে ১৯০৩ সালে চালু হয় এই রেলপথ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply