মিরপুরের আগুনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব নেবেন স্থানীয় সাংসদ

|

মিরপুরে কালশীতে বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় দায়দায়িত্ব নেবেন বলেছেন স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্লা।

আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নেব কিভাবে আগুন লেগেছে আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়েছে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের গরম কাপড়ের ব্যবস্থাও হয়ে গেছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত বস্তি থেকে ১২০ থেকে ১৫০ গজ দূরে আরমান স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যে কয়দিন তারা নিজেদের জন্য কোন ব্যবস্থা করতে না পারবে ততদিন তারা আমার তত্ত্বাবধানে থাকবে।

তিনি আরও জানান, এখন থেকে ২০০গজ দূরে বস্তিবাসীদের জন্য বহুতল ভবনে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে কমপক্ষে ১০হাজার পরিবার স্থান পাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply