লিবিয়ায় সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার, এ ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এরদোগান বলেন, লিবিয়ার পক্ষ থেকে দেশটিতে সেনা মোতায়েনের জন্য তুরস্কের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আগামী জানুয়ারিতে পার্লামেন্ট অধিবেশনে সেনা মোতায়েন বিষয়ক প্রস্তাব তোলা হবে বলেও জানান তিনি।
এরদোগান বলেন, বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বিরুদ্ধে ত্রিপোলিকে সবধরণের সমর্থন দেয়া হবে। বিভিন্ন ইউরোপীয় ও আরব দেশ এই জেনারেলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
২০১১ সালে, মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটির ক্ষমতাবন্টন নিয়ে চলছে টানাপোড়েন।
Leave a reply