চুয়াডাঙ্গায় শৈত্য প্রবাহে স্থবির জনজীবন

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্য প্রবাহ। তীব্র শীত আর হিমালয়ের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। তাপমাত্রার পারদ নিচে নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে ধানের বীজতলা। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। জেলার সদর হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গরম কাপড়ের দোকানে ভীড় করছেন নিম্ন আয়ের মানুষরা।

এদিকে, ঘন কুয়াশায় বিঘ্ন ঘটছে ট্রেন চলাচল। ১ থেকে দেড় ঘন্টা দেরিতে চলছে ঢাকাসহ সব রুটের ট্রেন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে থাকছেন তারা। শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে, তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply