জলবায়ু পরিবর্তন রোধে আন্দোলন: ৮০ বছর বয়সী অস্কারজয়ী অভিনেত্রী আটক

|

যুক্তরাষ্ট্রে জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলনে নেমে আটক হলেন ৮০ বছর বয়সী অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী লিলি টমলিন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল থেকে তাকে আটক করে পুলিশ।

টমলিন মনে করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সোচ্চার হতে হবে সবাইকে। আন্দোলন শিখতে হবে ১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থুবার্গের কাছ থেকে। বিশেষ করে ক্রিসমাস উপলক্ষে গাছ কাটার বিরুদ্ধে সরব হন তিনি।

গত অক্টোবর থেকে জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করা অভিনেত্রী জেইন ফন্ডার ‘দ্যা ফায়ার ড্রিল ফ্রাইডেজ’ মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন লিলি টমলিন। এর আগেও এই আন্দোলন থেকে বিভিন্ন সেলিব্রেটিদের আটক করে মার্কিন পুলিশ।

টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, আদিবাসীদের ভূমি সংরক্ষণসহ বেশকিছু দাবি নিয়ে অভিনেত্রী জেইন ফন্ডা ‘দ্যা ফায়ার ড্রিল ফ্রাইডেজ’ আন্দোলনের ডাক দেন। তার ডাকে সাড়া প্রতি শুক্রবার প্রতিবাদ জানান নানান শ্রেণি পেশার মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply