নির্বাচন কমিশন থেকে যেসব নির্দেশনা দেয়া হবে, সেগুলো যথাযথভাবে পালন করা হবে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ শনিবার বিকালে রাজধানীর সিরডাপ মিলনাতয়নে ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম’ এর অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, অনেকেই না বুঝেই বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে। সেগুলো অপসারণে কর্মকর্তারা মাঠে আছে।
এ সময় উত্তরের মেয়র আতিকুল বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেও গত নয় মাস নগরের উন্নয়ণে কাজ করে গেছি। আগামীতে সুযোগ পেলে অতিতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী তৈরি করা হবে বলে জানান মেয়র।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলে, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার হয়ে কাজ করবে বলেও জানান আতিকুল ইসলাম।
Leave a reply