চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্য ওহিদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হামলার ঘটনায় গতকাল রাতে কয়েকজনকে আসামি করে সদর থানায় হত্যা চেষ্টা মামলা করে পুলিশ। সোমবার টহল দেয়ার সময় ফার্মপাড়া এলাকায় এসআই ওহিদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় মিন্টু নামে এক যুবককে আটক করা হয়।
জানা গেছে, রোববার রাতে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া ও হকপাড়ার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ওহিদ হোসেন মোটরসাইকেলযোগে ফোর্স নিয়ে ফার্মপাড়ায় টহলে যান।
এ সময় ফার্মপাড়ার কদমতলা নামক স্থানে পৌঁছালে পুলিশ মিন্টুকে থামতে বললে মিন্টু তার হাতে থাকা ধারালো অস্ত্র (দা) দিয়ে এসআই ওহিদকে পিঠে কোপ দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কনস্টেবল রিপন তাকে জাপটে ধরে আটক করতে সমর্থ হয়।
Leave a reply